1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি: ইইউ আইনপ্রণেতার উপর হামলার পর বিক্ষোভের ডাক

৫ মে ২০২৪

ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য সোশ্যাল ডেমোক্র্যাট (এসপিডি) আইনপ্রণেতা ম্যাথিয়াস একের ওপর হামলার প্রতিবাদে রোববার জার্মানির রাজধানী বার্লিন ও ড্রেসডেনে উগ্র ডানপন্থা-বিরোধী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/4fWQK
বার্লিনে ডানপন্থিদের বিরুদ্ধে বিক্ষোভ
সুসামেন গেগেন রেখটস (একসঙ্গে ডানের বিরুদ্ধে) এবং উইয়া সিন্ড ডি ব্র্যান্ডমায়ার ড্রেসডেন  দলগুলো রোববার বার্লিন এবং ড্রেসডেনে স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ডাক দেয়৷ছবি: Christian Mang/AFP/Getty Images

শুক্রবার ড্রেসডেনে একের ওপর হামলা করেন সন্দেহভাজন ডানপন্থিরা৷এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷

জুনের ইউরোপীয় সংসদীয় নির্বাচনের আগে পোস্টার টাঙানোর সময় ড্রেসডেনে ওই নেতার উপর হামলা করা হয়েছিল৷

পুলিশ বলেছে, সন্দেহভাজন যুবকদের একটি দল এই হামলার সঙ্গে জড়িত৷ এদের মধ্যে একজন ১৭ বছর বয়সি কিশোর রোববার ঘটনার কথা স্বীকার করেছে৷ পুলিশ জানিয়েছে, ওই দলের সদস্যরা গাঢ় রঙের পোশাক পরেছিল৷ তারা ডানপন্থি বলেই মনে করা হচ্ছে৷

একই গোষ্ঠী গ্রিন পার্টির এক সদস্যকেও আক্রমণ করেছে বলে মনে করা হচ্ছে৷ আক্রমণ করার কয়েক মিনিট আগে প্রচারণা চালাচ্ছিলেন গ্রিন পার্টির এই সদস্য৷

ঘটনার পর জরুরিভিত্তিতে ম্যাথিয়াস একের অপারেশন করা হয়৷

উগ্র ডানপন্থা এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ

সুসামেন গেগেন রেখটস (একসঙ্গে ডানের বিরুদ্ধে) এবং উইয়া সিন্ড ডি ব্র্যান্ডমায়ার ড্রেসডেন  দলগুলো রোববার বার্লিন এবং ড্রেসডেনে স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ডাক দেয়৷

উগ্র ডানপন্থায় বিশ্বাসী রাজনৈতিক দলের মধ্যে প্রধানত অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) পার্টি, স্যাক্সনিসহ পূর্ব জার্মানির অনেক রাজ্যে শক্তিশালী হয়ে উঠেছে৷

জার্মানিতে কেন্দ্র-ডান ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ)-এর পর দ্বিতীয় জনপ্রিয় দল হয়ে উঠেছে এএফডি৷ এই বছরের শেষের দিকে স্যাক্সনির রাজ্য নির্বাচনের আগে জরিপেও তারা এগিয়ে রয়েছে৷

এএফডি-র উত্থান এবং অতি-ডানপন্থি নীতিকে এই দলের সমর্থনের ফলে পাল্টা-বিক্ষোভের সূত্রপাত হয়৷ এই দলকে নিষিদ্ধ করার বিকল্প নিয়ে আলোচনার জন্ম দেয়৷

এএফডি সদস্যরা গত বছর পটসডামে অতি-ডানপন্থি এবং নব্য-নাৎসি চরমপন্থিদের একটি সভায় যোগ দেন, যেখানে অংশগ্রহণকারীরা অভিবাসীদের এবং কয়েকটি ক্ষেত্রে জার্মান নাগরিকদের নির্বাসন নিয়ে আলোচনা করেছেন৷ কারেকটিভ গোষ্ঠীর বৈঠকের বিশদ বিবরণ দেওয়া প্রতিবেদনগুলো সামনে আসায় উগ্র ডানপন্থিদের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়৷

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা পরিষেবা এএফডিকে এরপর থেকে কড়া নজরদারিতে রেখেছে৷ জার্মান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, খুব দ্রুত এএফডিকে "নির্দিষ্ট চরমপন্থায় বিশ্বাসী" হিসাবে উল্লেখ করা হতে পারে৷

জার্মান ও ইইউ নেতারা হামলার নিন্দা করেছেন

ইইউ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতার উত্থান নিয়ে আলোচনা করতে রাষ্ট্রীয় পর্যায়ের সহকর্মীদের সঙ্গে বৈঠকের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার৷

শনিবার তিনি বলেন, "সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের দেশে গণতান্ত্রিক শক্তি বজায় রাখতে চায়৷"

ম্যাথিয়াস একের উপর হামলার ঘটনা  জার্মানির অন্যতম হাই-প্রোফাইল মামলা৷ তবে সাম্প্রতিক সময়ে অন্যান্য রাজনৈতিক নেতাদের উপরেও হামলা করা হয়েছে৷

জার্মান পার্লামেন্টের গ্রিন পার্টির সদস্য কাই গেরিং বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর এসেনে দলীয় অনুষ্ঠান চলাকালে হামলার শিকার হন৷

গত সপ্তাহান্তে ধারাবাহিক হামলার পর স্যাক্সনির শেমনিতজ এবং সুইকাউ শহরে পোস্টার টাঙানোর জন্য দলীয় সহযোগীদের পাঠানো বন্ধ করে দিয়েছে গ্রিন পার্টি৷

ফাবিয়ান ফুঙ্কে সোশ্যাল ডেমোক্র্যাটসের একজন সদস্য৷ জার্মানিতে রাজনীতিবিদদের উপর সাম্প্রতিক আক্রমণ এবং গণতন্ত্রের উপর নেমে আসা এ জাতীয় হুমকির বিষয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন ফাবিয়ান৷

তিনি বলেন, আমরা দেখেছি নির্বাচনী প্রচারণার সময় জনগণের উপরেও হামলা বাড়ছে৷ এটা আমাদের গণতন্ত্রের জন্য বিপজ্জনক সময়৷"

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এই সহিংসতার ফলে তৈরি হওয়া "হুমকি"র নিন্দা করেছেন৷

বার্লিনে ইউরোপীয় সমাজতান্ত্রিক দলগুলোর কংগ্রেসে শলৎস বলেন, "এই ধরনের ঘটনার ফলে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে৷" তার কথায়, এই ধরনের হামলার ফলে "মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়ার পরিবেশ তৈরি করে৷"

তার কথায়, "আমাদের এ ধরনের সহিংসতাকে মেনে নেওয়া উচিত নয়৷ একসঙ্গে এর বিরোধিতা করতে হবে৷"

ইইউ-এর পররাষ্ট্র নীতির প্রধান, জোসেপ বোরেলও এই হামলার নিন্দা করে বলেন, "আমরা রাজনৈতিক প্রতিনিধিদের উপর হয়রানির ঘটনা দেখলাম৷ এগুলো একেবারেই মেনে নেয়া যায় না৷ ক্রমবর্ধমান উগ্র ডানপন্থা এবং চরমপন্থাকে দেখছি৷ এগুলো অতীতের অন্ধকার সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে৷"

আরকেসি/জেডএ (ডিপিএ, এএফপি)